কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতৃবৃন্দের মধ্যে আজ তথ্য উপাত্ত ফরম বিতরণ করলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদর – কোম্পানিগন্জ সাংগঠনিক টিমের দলনেতা তানভীর চৌধুরী তাহসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও সদস্য আজিজুর রহমান আজিজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী,ইমাম উদ্দিন ইমাম, মুবিনুল হক রাহী, সৈয়দ সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবুল কালাম সাহেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, আক্তার আহমদ, জুনেল আহমদ, মালেক আহমদ, মুহাম্মদ আলী সোহাইল, মালেক আহমদ বক্স, খন্দকার মনিরুজ্জামান মনির, সাজ্জাদ হোসেনপ্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, আগামীর স্বেচ্ছাসেবক দল হবে পুরোনো স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিভিন্ন অংগসংগঠন থেকে বাদ পরা নেতাকর্মীদের নিয়ে। একই সাথে যারা অতীতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে যারা অগ্রনী ভূমিকা রেখেছেন তাদের ও মূল্যায়ন হবে আগামীর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব।