সুনামগঞ্জ জেলার আওতাধীন জাউয়া বাজারে, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন।১৮ অক্টোবর ২০২১ইং রোজ সোমবার, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মনি শংকর ভৌমিক, সিংচাপড় ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোজাহিদ আলী, জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাউজ্জামান শিবলু, জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ক্যাম্পের ইনচার্জ সাজ্জাদুর রহমান, জাউয়াবাজার ইউপি সদস্য আব্দুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সমাজে যুবকরা যেখানে নেশার পথে গিয়ে পরিবার সহ যুব সমাজকে ধ্বংস করছে। এমন পরিস্থিতিতে উদয়ন সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান,ফ্রী ব্লাড ক্যাম্পেইনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী ভিতরনের মধ্যে সামাজিক উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসছেন এবং সমাজের যুবকদের উন্নয়ন মূলক কাজে উদ্বুদ্ধ করছেন। যুব সমাজ যদি ভালো কাজে এগিয়ে আসে তাহলে সমাজে পরিবর্তন আসবে। উদয়ন সংগঠনের সদস্যরা দিনরাত রক্তদানের মাধ্যমে অসহায় রোগীর পাশে দাড়াচ্ছেন সবসময় যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এসময় সংগঠনের সদস্যরা উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সরকারি নিবন্ধন পেতে উপস্থিত সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান স্যারের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র সংগঠনের সদস্য মোঃ ইয়াহিয়া মাহমুদ।