সিলেটে বসবাসরত ব্লাড ডোনেশন কাজে সহযোগিতাকারী বিভিন্ন ব্লাড ডোনেশন গ্রুপ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাষ্ট্রের গভর্নর ও সভাপতি,আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি এর ফ্রিন্যান্সিয়াল ডিরেক্টর শিল্পপতি শরীফ আহমদ লস্কর দেশে আগমন উপলক্ষে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
আজ ১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় সিলেট শহরের খাদিমপাড়ার নিপবনস্হ উনার নিজ বাংলোতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সিলেটস্হ সামাজিক সংগঠন ইয়ুথ স্টাফ এর সেক্রেটারি আজমল হোসেন অপু,সহ-সভাপতি আল আমিন উল্লাহ,সহ-সাংগঠনিক সম্পাদক মনসুরুল ইসলাম তুহেল,দলইর গাও ছাত্র পরিষদ (কোম্পানিগঞ্জ) এর সেক্রেটারি; নুর আহমেদ, সন্ধ্যানী ছাত্র কল্যাণ পরিষদ(গোয়াইনঘাট)এর সভাপতি;সাদিকুর রহমান সাদিক,সিলেটস্হ ধর্মপাশা ছাত্র কল্যান পরিষদ এর দপ্তর সম্পাদক;নুরুল আমিন আহমেদ মনির,সিলেটস্হ লাইট হ্যান্ড এর সভাপতি; হাবিবুর রহমান চৌধুরী,প্লাটুন টুয়েলভথ(কুলাউড়া)এর সহ-সভাপতি;সাফি আহমেদ অভি,সেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্ট্রেন্থ এর সদস্য;দীপকংর রায়,আব্দুল কাদির নাহিদ,আহজার সাকিব,আবজাল হোসেন,সফিক তুহিন প্রমুখ।