সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে শতাধিক ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় ব্লাড ক্যাম্পেইন শুরু হয়।
ব্লাড ক্যাম্পেইন উদ্বোধনে উপস্থিত ছিলেন ৮নং তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, তোয়াকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান শিকদার, তোয়াকুল কলেজের প্রভাষক শমীর চন্দ্র দাস, প্রভাষক মোশারফ হোসেন।
সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সাবেক প্রচার সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক নাদিম হাসান, সাদিক আহমদ,সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসনাত নোমান, আবুল কালাম, সুহেল আহমদ রানা, সৌরভ, সাবেক অফিস সম্পাদক রঞ্জন বিশ্বাস, আলিম উদ্দিন, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, মামুনুর রশীদ, দীপন, সবুজ, আমিন প্রমুখ।