আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের ২০২০-২১ বর্ষের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন ও ২০২২ সালের জন্য কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি হিসেবে কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম ও সেক্রেটারী হিসেবে কৃষিবিদ শ্রী নির্মল পালসহ ১১ সদস্য বিশিষ্ট্য বোর্ডকে নির্বাচিত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি- এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, জুনিয়র সহসভাপতি- এপে. বাবরুল হোসেন বাবুল, আইপিপি ও এক্সপেনশন ডিরেক্টর- এপে. এড. মানিক উদ্দিন, ট্রেজারার- এপে. প্রভাত পাল, সার্ভিস ডিরেক্টর- এপে. রুহেল আহমদ, মেম্বারশীপ ও এটেন্ডেস ডিরেক্টর- এপে. হাফিজুল ইসলাম ভূঁইয়া, ফেলোশীপ ও পাবলিক রিলেশন ডিরেক্টর- এপে. ইমরান ইরাত, পাবলিক স্পিকিং ডিবেটিং ডিরেক্টর- নাজরানা ফেরদাউস চাঁদনী ও সার্জেন্ট এট আর্মস- এপে. আব্দুর রহমান শুভ নির্বাচিত হন।
ক্লাবের সভাপতি এপে. এড. মানিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ৩ (তিন) সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপে. আক্তার হোসেন খান, নির্বাচন কমিশনার হিসেবে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সাবেক গভর্ণর এপে. এড. গিয়াস উদ্দিন চৌধুরী ও এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সাবেক সভাপতি এপে. ময়নুল ইসলাম খান শায়েখ দায়িত্ব পালন করেন। এছাড়াও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন গ্রীণ হিলস ক্লাবের সাবেক সভাপতি এপে. নাজমুল হুদা।
webnewsdesign.com
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্ণর এপে. শাহেদুর রহমান, সাবেক গভর্ণর এপে. আহমেদ জাকারিয়া, গ্রীণ হিলস ক্লাবের লাইফ মেম্বার এপে. ছয়ফুল করিম চৌধূরী হায়াত, সাবেক সভাপতি এপে. আদিল হোসেন, এড. শফিকুল ইসলাম, এপে. এড. আব্দুল খালিক, এপে. আব্দুর রহমান, এপে. জয়নুল হক, সিলেট ক্লাবের সভাপতি এপে. এমদাদুর রহমান, সভাপতি (ইলেক্ট) এপে. ইউনুস কবির, সাবেক সভাপতি এপে. বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. এহতেনান হোসেন খান, সাবেক সভাপতি এপে. দুলাল, সুনামগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি- এপে. এড. জয়ন্ত ধর, বিশ্বনাথ ক্লাবের সাবেক সভাপতি এপে. এড. জালাল উদ্দিন প্রমূখ।