এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল সিলেট দিগন্ত ডেস্ক
সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আলিম উদ্দিন , সহাকারি নির্বাচন কমিশনার এডভোকেট মইনুল হক ও এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি সকাল ১০ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং বেলা আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
৬ জানুয়ারী দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৯ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।