ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দক্ষিণ রনিখাই ইউ/পি এর নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে “বৃপূছাপ”র ফুলেল শুভেচ্ছা

Polish_20211113_102629039.jpg

৬নং দক্ষিণ রনিখাই ইউ/পি এর নব-নির্বাচিত চেয়ারম্যান জননেতা ইকবাল হোসেন ইমাদ – কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদ (বৃপূছাপ)।

উক্ত সময় উপস্থিত ছিলেন বৃহত্তর পূর্ণছগাম ছাত্র পরিষদের সভাপতি সুয়েব মালিক, সহ-সভাপতি ইবাদুর রহমান (রুমেল), সাধারণ সম্পাদক আব্দুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান ( সুমন )সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বৃপূছাপ এর সভাপতি  সুয়েব মালিক  ছাত্র পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন‍্য অনুরুধ করলে নব নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, বৃপূছাপ কে সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন বলে আশা ব‍্যাক্ত করেন  এবং রনিখাইল ইউনিয়ন কে একটি  মডেল ইউ/পি গড়ার জন‍্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করার আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top