ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের কৃতি সন্তান ইউসুফ হক সংবর্ধিত

Polish_20211114_235219357.jpg

সিলেট এর কৃতি সন্তান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের  ৯২তম  ব‍্যাচ এর ছাত্র  ইউসুফ হক (শহীদুল ইসলাম শিহানের ছেলে) ইংল্যান্ড ইপসউইচ ও বাংলাদেশ অনুর্ধ ২৩ এর একজন প্লেয়ার মনোনীত/নির্বাচিত হওয়ায় জামেয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান  করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউসুফ হক কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়  এবং তার জন্য দুআর করেন শিক্ষক বৃন্দ  l

উক্ত সময় উপস্থিত ছিলেন অধ‍্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, প্রাক্তন ভাইস পিন্সিপাল মুহাম্মদ আব্দুস শাকুর, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সহ সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top