ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার সময় স্থানীয় মানিকগঞ্জ বাজার প্রাঙ্গনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী সুবাস দাসের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
হাটগ্রাম এলাকার বিশিষ্ট মুরুব্বি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আসআদ হুসেন শাকিলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডৌবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিয়ান। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলী খোকন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ছয়ফুল আলম আবুল,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক সালেক আহমদ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুবাস দাস তার বক্তব্যে বলেন,যদি আমি নির্বাচিত হই হাকুর বাজার মানিকগঞ্জ রাস্তার কাপনা নদীর উপর মাননীয় মন্ত্রী ইমরান আহমদের মাধ্যমে আরেকটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করব।
তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ২৮ শে নভেম্বর নৌকা প্রতিকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।