ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রেজিষ্টারী মাঠে বিএনপির গণঅনশন : বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালাবাহানা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ —-খন্দকার মুক্তাদির

FB_IMG_1637477222425.jpg

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামীলীগ ও মানবতা এক সাথে চলেনা। তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা আওয়ামীলীগের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজনীয়তা থাকলেও সরকারের তাকে দেশে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। এমন অমানবিক ও জঘন্য কর্মকান্ডের কারণে আওয়ামীলীগকে জাতি কোনদিন ক্ষমা করবেনা। অনেক বড় বড় দাগি আসামীকে মুক্তি দিয়ে নিরাপদে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়া হচ্ছে। ইতিহাস স্বাক্ষী কোন স্বৈরাচারের শেষ পরিণতি ভালো হয়নি। আওয়ামীলীগকেও চড়া মূল্য দিতে হবে। ষড়যন্ত্র বন্ধ করুন, জাতীয়তাবাদী শক্তিকে আদর্শিকভাবে মোকাবেলা করুন ও বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের কোনদিন ক্ষমা করবেনা।

তিনি শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ পাঠানোর দাবীতে সিলেট জেলা বিএনপি আয়োজিত অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে সকালে সাড়ে ১০টায় শুরু হওয়া অনশনে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বেলা দেড়টায় সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলা সভাপতি ডা: শামীমুর রহমান পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙ্গান।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় ও জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনশনে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, আহমেদুর রহমান চৌধুরী মিলু, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম, বিএনপি নেতা এডভোকেট আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমেদ আনসারী, সৈয়দ সারওয়ার রেজা, যুবদল নেতা লিটন আহমদ, শাহেদুল ইসলাম বাচ্চু, আলী আহমদ সুহেল, আবুল হাসনাত, আশিক মিয়া, মনিরুজ্জামান মনির, মহিবুর রহমান লিটন, আব্দুর রহিম, ছাত্রদল নেতা দুলাল রেজা, তানিমুল ইসলাম তানিম, আবু বকর সিদ্দিক, আলী নুর, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, দেলোয়ার হোসেন সায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, কামরুল হাসান শাহীন, মঈনুল হক, কছির উদ্দিন, নিজাম উদ্দিন জায়গীরদার, সুরমান আলী, এডভোকেট আল আসলাম মুমিন, আ ফ ম কামাল, আল মামুন খান, হাবিবুর রহমান হাবিব, দিদার ইবনে তাহের লস্কর, আব্দুল লতিফ খান, ইসলাম উদ্দিন, দেলোয়ার হোসেন জয়, সিরাজ উদ্দিন সিরাজ, আলী আকবর, শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দীপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, বিএনপি নেতা আব্দুল হাই মাসুম, ডা: এনাম উদ্দিন, আফজাল উদ্দিন, গৌছ উদ্দিন, বদরুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম, মহিবুর রহমান মুহিব, এনামুল হক মাক্কু, যুবদল নেতা কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, আলী আহমদ আলম, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, জামিল আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসমান গণি, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আহমদ, আব্দুল মালেক, মাসুদ আহমদ কবির, আজিজ হোসেন, আব্দুস সামাদ ফাহিম, আব্দুল মনাফ, দুলাল আহমদ, শ্রমিক দল নেতা মাসুকে এলাহী, ফরিদ আহমদ, রুকনুজ্জামান রুকন, এমাদ আহমদ, ফয়সল আহমদ, শেখ রাসেল, ছাত্রদল নেতা মাসরুর রাসেল, কামরান আহমদ, সুহেদুল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুমিন, জয়দীপ চৌধুরী মাধব, জাবেদুর রহমান, আবুল কাশেম মোঃ সুহেল, তাজুল ইসলাম ও ফয়সল আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top