এড.আব্দুল্লাহ আল হেলাল সিলেট দিগন্ত ডটকম
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। গতকাল ২৩ নভেম্বর ২০২১ইং রোজ মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার ভূলাগঞ্জ বাজারের একটি হলরুমে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন।
আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল মুস্তাকিম বাদশা, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইনজাদ,যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবলু, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, যুগ্ম আহ্বায়ক আবু আল হেলাল,সদস্য ইফতেখার মাহমুদ পাবেল
বক্তব্যে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, দেশ আজ কঠিন সময় পার করছে, দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে, প্রতিহিংসা পরায়ণ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কে মিথ্যা মামলা দিয়ে দেশান্ততরীন করা হয়েছে,জাতীয়তাবাদী শক্তি কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, ভোটের অধিকার হরণ করে প্রিয় মাতৃভূমি আজ ধংস দিকে, তাই দেশের গনতন্ত্র কে ফিরিয়ে আনতে,ফ্যাসিস সরকারকে বিদায়ের আন্দোলনে, দেশব্যাপী জাতীয়তাবাদী দলের নেয়া সকল কর্মসূচিতে জীবন বাজি রেখে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সর্বস্তরে নেতা কর্মী রাজপথে থাকবে, ইনশাল্লাহ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ আলী, হেলাল মিয়া, সোনা মিয়া (সোহান), শরিফ উদ্দিন, হজরত আলী, মাসুক আহমদ,আব্দুর রউফ,জাফর আহমদ, আসাদুজ্জামান আসাদ, মামুন মিয়া,আনছার উদ্দিন, ইমরান আহমদ, বুরহান উদ্দিন সাদ্দাম, জৈন উদ্দিন প্রমুখ সহ ইউনিয়ন ,ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেত্রী বৃন্দ।
উক্ত বর্ধিত সভায় উপস্থিত সকলের পরামর্শক্রমে কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের কমিটির বিলুপ্ত ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু।