ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২২ইং সনের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর

Screenshot_20211201-211333-1.jpg

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২২ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (১লা ডিসেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম ও মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু। এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১২ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১৩ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহার, ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আতিকুর রহমান শাবু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top