দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২১ইং নির্বাচন উপলক্ষে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির আয়োজনে এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মুজিবুর রহমান মিন্টু”র সমর্থনে আলোচনা সভা গতকাল সিলেটের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সহ সভাপতি এডভোকেট কামাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হক এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি “র এসোসিয়েট পরিচালক পদ প্রার্থী মুজিবুর রহমান মিন্টু।
বক্তব্য রাখেন এডভোকেট বদরুল আলম, বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি এর সহ – সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানিগঞ্জ আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আবুল খায়ের, সাংবাদিক সিরাজুল ইসলাম, সমিতির সহ সভাপতি আবুল হাসনাত মোস্তাক, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোর্শেদ আলম,বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, এডভোকেট শাহজাহান চৌধুরী,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সামসুজ্জামান দুলন, মাওলানা সালেহ আহমদ, এডভোকেট ইসরাফিল আলী, পর্যটক ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, সমিতির সহ প্রচার সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ব্যাবসায়ী বশির আহমদ, কোছাপের সভাপতি রূপক চন্দ, সাধারণ সম্পাদক সুহেল রানা।
অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ইয়াছিন আলী, তজব আলী, আনোয়ার শাহান, এডভোকেট জিয়াউর রহমান, বেদন আহমদ বাদন, ওয়াহিদ মাহমুদ, আপন তাহসান, ফয়জুর রহমান, রবেল আহমদ, নুরুল মুত্তাকিন, কামরুজ্জামান, রিয়াজ উদ্দিন, শাহ আলম স্বাধীন, প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি এহসান উদ্দিন।