১৫ই ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে উদযাপন কমিটির উদ্যোগে শনিবারের সমাবেশ সফল ও স্বার্থক করে তোলার জন্য সিলেট জেলা, মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ বিএনপি ও অগ্গ সংগঠন সহ সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৯ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন এক যুক্তবিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ দেশের মানুষের অন্তরে আজও গাঁথা রয়েছে। তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ ডিসেম্বর সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিন সিলেটের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন। নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন হয় এই অনন্য গৌরবগাথা দিনটি। ১৯৭১ সালের এই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা বীরের মতো সিলেট শহরে আসতে শুরু করেন। অন্যদিকে শহর থেকে পালাতে শুরু করে পাক বাহিনীর দোসর আলবদর, রাজাকার, আল-শামস বাহিনীর সদস্যরা। তাই, ১৫ ডিসেম্বর সকালের চিত্রটা ছিল অন্যদিনের চেয়ে আলাদা। অন্য এক আনন্দ প্রবাহ বয়ে গেছে সিলেটের আকাশজুড়ে। বিজ্ঞপ্তি
সমাবেশ সফলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
