ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জকিগঞ্জের কৃতি সন্তান বকুল হোসেনের নববর্ষের শুভেচ্ছা

Polish_20220101_005017374.jpg

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর পরিচালক মোঃ বকুল হোসেন।

২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ কে স্বাগত জানানোর মধ্য দিয়ে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃবকুল হোসে।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার। আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক সুন। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন করে করোনামুক্ত আগামীর সুস্থ, সুন্দর, স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে ২০২২ সালে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top