কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার (৮ জানুয়ারি) সকালে আমদানিকারক গ্রুপ মিলনায়তনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই নবনির্বাচিত পরিচালক ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টুকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে একে একে বক্তব্য দেন আমদানিকারক গ্রুপের কর্মকর্তারা।চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক সামসুজ্জামান দুলনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল।
আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমদানিকারক গ্রুপের সহ সভাপতি বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুছ ছালাম বাবুল, দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন, সদস্য হাজী মুক্তার হোসেন, হাজী আবুল হোসেন, আকদ্দছ আলী, সিরাজুল ইসলাম সিরাজ, আখতারুজ্জামান নোমান,নুর ইসলাম, কাউসার আহমদ প্রমুখ।