ঢাকা,৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চন্দ্রবিন্দু সমিতি লিমিটেড-এর নির্বাচন সম্পন্ন। সভাপতি ছানার মিয়া এবং সাধারণ সম্পাদক মো: ছালেহ আহমদ

Polish_20220115_193412916.jpg

চন্দ্রবিন্দু সমিতি লিমিটেড -এর কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন সম্পন্ন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছানার মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ছালেহ আহমদ।

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার সময়  সমিতির টিলাগড়স্থ কার্য্যালয়ে সিলেকশনের মাধ্যমে সকল সদস্যদের উপস্থিতিতে ৩বছর মেয়াদে  ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন-১. সিনিয়র সহ সভাপতি স্বরুপানন্দ চক্রবর্তী ২. সহ সভাপতি বনমালী চন্দ্র ঋষি ৩. সিনিয়র যুগ্ম সাধারণা সম্পাদক জুমরাদ আহমেদ ৪. যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া ৫. ট্রেজারার শামছুজ্জামান জামিল ৬. সহকারী ট্রেজারার আদনান আহমদ ৭. কার্যকরী সদস্য প্রেমাণ চন্দ্র ঋষি নন্দ।

উক্ত কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও অত্র এলাকার গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।

উল্লেখ্য দুই মাস পূর্বে সমিতির আংশিক কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুতের তাগিদ দেয়া হয়। নতুন এই পূর্ণাঙ্গ কমিটি সমিতির ১ম কার্যনির্বাহী কমিটি। আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top