আগামী ২১ জানুয়ারি ২০২২ইং শুক্রবার ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন হিরো আলম।
এই নিয়ে গোয়াইনঘাটে জনসাধারণের আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে হিরো আলম নাম।
বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা কিংবা গান- সবকিছুই নিজের মতো করে আলোচনায় আসেন গত কয়েক বছর আগে। সেই হিরো আলম এবার আসবেন ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে।
ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২২ইং এর পরিচালনা কমিটির সদস্য এম কামরুজ্জামান কামরুল হিরো আলম আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২১ জানুয়ারি গোয়াইনঘাটের ডৌবাড়ি সরকারি প্রাথামিক বিদ্যালয় অনুষ্ঠিতব্য ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হিরো আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ খেলার প্রচারণা পোস্টারে তাকে ওই অনুষ্ঠানের ‘প্রধান আকর্ষণ’ উল্লেখ করা হয়েছে।
কামরুজ্জামান আরো বলেন, মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে টুর্নামেন্টে সকলকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।