গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের চালিতাবাড়িতে প্রবাসীদের উদ্যোগে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২১ জানুয়ারী শুক্রবার স্থানীয় জলুরমূখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউ/পি মেম্বার ইরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের সভাপতি সাংবাদিক অানোয়ার হোসাইন বলেন, বৃহত্তর সালুটিকরের নন্দিরগাঁও ইউনিয়নের চালিতাবাড়ি ও শিয়ালা হাওর এলাকা বাসীর কল্যাণে সরকারী এবং বেসরকারী উদ্যোগ জোরদার করা প্রয়োজন। চালিতাবাড়ি বাজারঘাট নির্মান ও অত্র এলাকাধীন চেঙ্গেরখাল নদীর ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণ অতীব জরুরী।
তিনি এলাকার গরীব মানুষের জন্যে শীতবস্ত্র বিতরণে প্রবাসীদের মহতি উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, লামা চালিতাবাড়ি জামে মসজিদের ঈমাম মাওলানা নাজির আহমদ। সভার শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফুরকান আলী।
ছাত্রনেতা সাকিবুর রহমান সাকিবের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গ্রামের বিশিষ্ট মুরব্বী হারিছ আলী ও হাদিছ মিয়া, বাচ্চু মিয়া, জামাল উদ্দিন,মইনুল ইসলাম, আলী আকবর,আসাদ উদ্দিন,ইমরান আল মাহিন,আল আমিন, রাকিব আহমেদ প্রমূখ। খবরঃ একে নিউজ