এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র নতুন বোর্ডের অভিষেক ও ডিনার মিটিং সম্পন্ন। গতকাল শনিবার (২২জানুয়ারী ২২) সন্ধ্যা ৬.৩০ মিনিটে সিলেটের হোটেল পানসি ইন্ এর সেমিনার হলে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র নতুন বোর্ডের অভিষেক ও ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি এপেক্সিয়ান এ. কে. আজাদ ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর এপেক্সিয়ান মো. বাবুল মিয়া, সদ্য সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মো. শাহেদুর রহমান, সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া, সিলেট ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান এম. এ. হান্নান, গ্রীণ হিলস ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সিলেট মেট্রোপলিটন ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান হাজী তাজ উদ্দিন প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সভাপতি এপেক্সিয়ান তাহেদুর রহমান, সেক্রেটারীম এপেক্সিয়ান শেখ সাব্বির আহমদ, জুড়ি ভ্যালী ক্লাবের সভাপতি এপেক্সিয়ান আনোয়ার হোসাইন, সাবেক সভাপতি এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, জুনি. সহসভাপতি নোমান আহমদ, হাকালুকি ভিউ ক্লাবের সভাপতি এপেক্সিয়ান তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ ক্লাবের সভাপতি এপেক্সিয়ান এড. জোবায়ের বখত্, সদ্য সাবেক সভাপতি এপেক্সিয়ান এড. আকমল খাঁন, গ্রীণ হিলস ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান হাফিজ আব্দুর রহমান, সিনি. সহসভাপতি এপেক্সিয়ান এড. আব্দুল্লাহ আল হেলাল, এপেক্সিয়ান এড. মোবারক হোসেন, মৌলভীবাজার সিটি ইউসি ক্লাবের সভাপতি সুবীর কুমার ভট্টাচার্য, করুনা ব্যানার্জী, নিরাময় রায়, শ্রীমঙ্গল ইউসি ক্লাবের সভাপতি আবুজর বাবলা, আব্দুল হামিদ, কুমিল্লা সিটি ক্লাবের সেক্রেটারী চৌধুরী মুহাম্মদ আহাদ, এপেক্সিয়ান আবু ইউছুফসহ এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর বিভিন্ন ক্লাবের সভাপতিসহ জেলার বিপুল সংখ্যক এপেক্সিয়ানদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।