সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানকে বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন (বিএসএসএফ) সিলেট বিভাগ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২ ফেব্রুয়ারী ২০২২ইং বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎকালে বিএসএসএফ’র নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগ এর সভাপতি আসাদুজ্জামান নুর, সিনিয়র সহ-সভাপতি সুলেমান হোসেন চুন্নু, সহ সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক তারেক চৌধুরী, সেলিম মিয়া, মহিলা সম্পাদিকা সুলতান আক্তার, সদস্য ফিরোজ মৃধা ও বছির আহমদ প্রমূখ।