জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা পুনিয়াউট, ব্রাহ্মণবাড়িয়া, ২০২১ /২২ শিক্ষাবর্ষের জামাতে মেশকাতের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন। গতকাল ৯ ফেব্রুয়ারি বুধবার মাদ্রাসা হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দরস প্রদান ও দুআ পরিচালনা করেছেন
আল্লামা শায়খ মুফতি ইব্রাহীম কাসেমী (দাঃবাঃ),শায়খুল হাদিস ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মুফতি ফরহাদ হুসাইন সাহেব,মুফতি হারুন রশিদ সাহেব,মুফতি আবিদুর রহমান সাহেব,হযরত মাওঃ কারী নূরুল্লাহ সাহেব,হযরত মাওঃ জুবায়ের আহমেদ সাহেব
বিদায়ী ছাত্ররা হলেন হাঃ মুহাঃ আশরাফুল ইসলাম,হাঃ মুহাঃ তোফায়েল আহমেদ,মুহাঃ শিব্বির আহমেদ উসমানী, মুহাঃ আঃ রহিম লক্ষীপুরী,গাজী আব্দুল্লাহ বিন কুতুব,মুহাঃ দ্বীন ইসলাম আদনান, মুহাঃ নাদিম হুসাইন মাহদী, মুহাঃ আহমাদ উসমান, মুহাঃ আমিনুল ইসলাম,মুহাঃ ফয়সাল সরকার, মুহাঃ আবু বকর,মুহাঃ দেলোয়ার, মুহাঃ ফয়জুল্লাহ, মুহাঃ আরশাদ, মুহাঃ মুজাক্কির, মুহাঃ জুনাঈদ, মুহাঃ তাওহিদুল ইসলাম, মুহাঃ ফজলে রাব্বি, মুহাঃ সাইফুল ইসলাম, মুহাঃ ইমরান আহমেদ, মুহাঃ শহিদুল ইসলাম
মুহাঃ মুস্তফা, মুহাঃ ইসমাঈল ক্বারী