সিলেট দিগন্ত ডটকম এর শাহপরান প্রতিনিধি ও মানবাধিকার কর্মী সমাজ সেবি হিফজুর রহমান পারভেজ এর আব্বা হাজী আব্দুল মালিক (গ্রাম সোনার গ্রাম ডাক গঙ্গাজল থানা জকিগঞ্জ জিলা সিলেট হাজী আব্দুল মালিক) গত কাল রাত ১১.৩০ মিনিটের সময় হার্ডস্ট্রক করে সিলেট পাক ভিউ হাসপাতালে আই সি ইউতে ভর্তি আছে।
হাজী আব্দুল মালিক সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা সোনার গ্রামনিবাসী। তিনির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন হাজি আব্দুল মালিক এর ছেলে হিফজুর রহমান পারভেজ।