এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতির আহবানে সাড়া দিয়ে এপেক্স জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান বাবুল মিয়ার উদ্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের সবকটি ক্লাবের সমন্বয়ে জাতীয় সেবা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমন্বিত সেবা কাযর্ক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন- এপেক্স ক্লাব অব সিলেট, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ।
সেবা কর্মসূচিতে সমাজের কম ভাগ্যবানদের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, গরীব কৃষকদের বীজ, সার, মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষা সামগ্রী, ঢেউটিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান বাবুল মিয়ার সঞ্চালনায় উক্ত সেবা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান এ. কে. এম. শমিউল আলম এডভোকেট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান, আইপিডিজি-৪ এপেক্সিয়ান শাহেদুর রহমান সাহেদ, পিডিজি-৪ এপেক্সিয়ান মিছবাহুর রহমান আলম এডভোকেট, পিডিজি-৪ এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমেদ, লাইফ মেম্বার এপেক্সিয়ান আতিকুর রহমান সাবু এডভোকেট, জেলা সেক্রেটারী এপেক্সিয়ান এমদাদুর রহমান। অতীত সভাপতি এডভোকেট এপেক্সিয়ান জালাল উদ্দীন, এডভোকেট. জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, এপেক্সিয়ান নাজমুল হুদা, এপেক্সিয়ান জামিল বিন মিজান চৌধুরী, ২০২২ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান তাহেদুর রহমান, এপেক্সিয়ান কবির আহমদ, এপেক্সিয়ান কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত চৌধুরী, এপেক্সিয়ান আবুল হোসাইন, এপেক্সিয়ান এডভোকেট তোফায়েল আহমেদ, এপেক্সিয়ান শেখ জাহেদুর রহমান মাসুম, এপেক্সিয়ান মুস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান ইদয়ামিন লিয়ন, এপেক্সিয়ান এডভোকেট রাজন দেব বাবলু, এপেক্সিয়ান এডভোকেট হাসান আহমেদ, এপেক্সিয়ান শেখ সাব্বির, এপেক্সিয়ান আব্দুর রহমান শুভ প্রমূখ।