আধ্যাত্বিক রাজধানী সিলেটকে পর্যটন নগরী ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগ। গতকাল ১১ ফেব্রয়ারী ২০২২ইং শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান সাদা পাথর পরিদর্শন শেষে পিকনিক স্পটে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আসাদুজ্জামান নুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম আহমদ এর পরিচালনায় “পর্যটন ঘোষণার দাবি” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগ এর সিনিয়র সহ সভাপতি সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক তারেক চৌধুরী, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নয়ন হোসেন, সদস্য কামরুল চৌধুরী , মোঃ রাসেল মিয়া , ফিরোজ মৃধা, মারুফ আহমদ, মারুফ মিয়া প্রমূখ।