সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাংগঠনিক ঠিম প্রধান কবির উদ্দিন, মহানগর ছাত্রদলের সহসভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, রায়হান আলম, শাহেল আহমদ, নাজির আহমদ, মিছবাহ উদ্দিন, শফি আহমদ খাঁন, সদস্য কয়েছ আহমদ, আশরাফ আহমদ আক্কাছ মিয়া, সজিব আহমদ, মাসুদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন সরকারের ভয়াবহ দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে। কোন স্বৈরাচারী শাসক দেশে দু:শাসন চালু রেখে জনগণের রোষানল থেকে রেহাই পায়নি।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বাবরুল হোসেন বাবুল, মনজুর আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম কাওছার, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য উজ্জ্বল আহমদ অভি, জাহাঙ্গীর আলম মুন্না, হাবিবুর রহমান, আইন উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহেল আহমদ, সহ সভাপতি নাঈম আহমদ, সাদিক আহমদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আলি আকবর, আফসার আহমদ, সহসাংগঠনিক সম্পাদক লায়েছ আহমদ, জামিল আহমদ, আল আমিন, দপ্তর সম্পাদক সাজু আহমদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আদিল, যুবদল নেতা রাশেদ আহমদ, সামাদ আহমদ, জাকির আহমদ, রায়হান আহমদ, করিম আহমদ, মাছুম আহমদ, আকিল আহমদ সুহেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি