আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল এর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত ১২:১মিনিটে এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি অর্পণের উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।