এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২২ উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ক্লাবের সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিমের নেতৃত্বে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ভারপ্রাপ্ত গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর আজীবন সদস্য এপেক্সিয়ান এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান এড. আবদুল্লাহ আল হেলালসহ উপস্থিত সকলকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।