মার্তৃ ভাষা
(কবিতা)
সরওয়ার আহমদ চৌধুরী আবদাল
(রচনা ঃ- ২১ শে ফেব্রুয়ারী ২০২২ সময় বেলা ০২ঃ১৫)
মার্তৃ ভাষা বাংলা আমার
বাংলা আমার প্রাণ
বাংলায় লিখি কবিতা
বাংলায় গাই গান।
একুশ আমার চেতনা
একুশ আমার পরিচয়
একুশের সিঁড়ি বেয়ে
এসেছিলো বিজয়।
সালাম রফিক জব্বার
বরকত শফিউল কতো ভাই
ভাষার তরে শহীদ হলো
ইতিহাসে তুলনা নাই.!
ভাষা আমার জাতি স্বত্ত্বা
ভাষা আমার অধিকার
মুখের ভাষা কেড়ে নেবে
সাধ্য আছে কার..!
বাংলা আজ রাষ্ট্র ভাষা
বাংলা আমার দেশ
দেশ প্রেমেই গড়বো
সোনার বাংলাদেশ।।
মার্তৃ ভাষা
(কবিতা)
সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
(রচনা ঃ- ২১ শে ফেব্রুয়ারী ২০২২ সময় বেলা ০২ঃ১৫)
মার্তৃ ভাষা বাংলা আমার
বাংলা আমার প্রাণ
বাংলায় লিখি কবিতা
বাংলায় গাই গান।
একুশ আমার চেতনা
একুশ আমার পরিচয়
একুশের সিঁড়ি বেয়ে
এসেছিলো বিজয়।
সালাম রফিক জব্বার
বরকত শফিউল কতো ভাই
ভাষার তরে শহীদ হলো
ইতিহাসে তুলনা নাই.!
ভাষা আমার জাতি স্বত্ত্বা
ভাষা আমার অধিকার
মুখের ভাষা কেড়ে নেবে
সাধ্য আছে কার..!
বাংলা আজ রাষ্ট্র ভাষা
বাংলা আমার দেশ
দেশ প্রেমেই গড়বো
সোনার বাংলাদেশ।।