ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চিকিৎসাধীন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলামের শয্যা পাশে বিএনপি নেতা মাহবুব চৌধুরী

Polish_20220225_191441769.jpg

দিরাই  প্রেসক্লাব এর সভাপতি সর্দার সামছুল ইসলাম খেজুরকে দেখতে আজ উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাহবুব চৌধুরী। হৃদ রোগ বিভাগে চিকিসাধীন অসুস্থ  সামছুল ইসলামের শয্যা পাশে তিনি কিছু সময় কাটান ও তার চিকিৎসার খোজ খবর নেন। এসময় তিনি তার কর্মযজ্ঞের প্রসংশা করেন। আগামীতে এই অবহেলিত সংসদীয় আসনের মানুষের দুঃখ-দুর্দশা, মানবাধিকার, দঃশাষন, উন্নয়ন ও আশা আকাঙ্খা আরো ব্যাপক ভাবে তোলে দরার ও আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top