ঢাকা,৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খেলা ধুলার মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পাবে যুবসমাজ – এড. নাসির উদ্দীন খাঁন

received_4688849591219236.jpeg

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার ১৬ মার্চ রাত ৮ টায় ডৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সেভেন ফাইটার্স হরিপুর টিম – সেভেন ফ্রেন্ডস (ডিএলসি) কে ০২ – ০১ গোলে হারিয়ে সেভেন ফাইটার্স হরিপুর টিম প্রথম স্হান অর্জন করে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি সুবাস দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ আসলম, আলীরগাও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়ের আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ, লন্ডন প্রবাসী ইকবাল মিয়া।

প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দীন খাঁন বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পাবে। তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় অংশগ্রহণ করতে হবে। সমাজের বিত্তবানরা খেলাধুলার আয়োজন করলে যুব সমাজ উপকৃত হবে।

আরোও উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য নিজাম উদ্দিন, এম কামরুজ্জামান কামরুল, ইমরান আহমদ, জসিম উদ্দিন, নাজিম উদ্দীন, তুহিন আহমদ,এনামুল ইসলাম, এনামুল হক,সাইদুর রহমান সাহিয়ান, নোমান আহমদ,এম জসিম উদ্দিন, নাসির উদ্দীন, মাহবুবুর রহমান, মুকিম প্রমুখ।

এসময় প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দীন খাঁন বিজয়ী দলের টিম লিডারের হাতে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের নৌকা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top