সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সভাপতি,নিউইয়র্ক স্টেইট বিএনপির সাবেক সভাপতি জনাব শরীফ আহমদ লস্কর।
মঙ্গলবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি,নিউইয়র্ক স্টেইট বিএনপির সাবেক সভাপতি শরীফ আহমদ লস্কর বলেন,তৃনমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল হবে।তৃণমূলের নেতৃবৃন্দের গোপন ভোটের মাধ্যমে বিএনপি তাদের নেতৃত্ব নির্বাচিত করে প্রমাণ করলো তারা গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাসী বাংলাদেশের একমাত্র বৃহৎ রাজনৈতিক দল।
শরীফ লস্কর প্রত্যাশা করেন;নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেট জেলা বিএনপিকে একত্রিত করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে স্বেরাচারী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করবেন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ।
সুন্দর ভাবে কাউন্সিল আয়োজন করায় দেশনায়ক তারেক রহমান,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা ডাঃএ জেড এম জাহিদ হোসেন,ডাঃসাখাওয়াত হোসেন জীবন ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার,প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফারকে তিনি ধন্যবাদ জানান।