এপেক্স বাংলাদেশের ২০২২ এর থিম “Be Enlightened” কে বাস্তবায়নের লক্ষ্যে আজ ৩য় রমজানে জেলা-১ ও জেলা-২ এর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ গভর্ণর এপেঃ মোশাররফ হোসেন মিশু, জাতীয় সেবা পরিচালক এপেঃ সুজিত কুমার সাহা সুব্রত, জেলা গভর্ণর-০১ এপেঃ কবির আহমেদ, জেলা গভর্ণর-০২ এপেঃ পার্থ সারথী ভৌমিক, জাতীয় কোষাধক্ষ্য এপেঃ মোঃ মাহবুবুর রহমান বিদ্যুৎ, অতীত জেলা গভর্নর-০২ এপেঃ মোঃ হাবিবুল্লাহ, জেলা সচিব-০১ এপেঃ ইঞ্জিঃ মোঃ শরিফুল ইসলাম, জেলা সচিব-০২ এপেঃ এ.এস.এম নাফিস খাঁন, এপেক্স ক্লাব অব ঢাকার মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ আশরাফুল ইসলাম, এপেক্স ক্লাব অব মতিঝিল এর ফ্লোর মেম্বার এপেঃ ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।