ঢাকা,৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেট ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

11-1-600x330-1.jpg

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার (১১ এপ্রিল) বাদ আসর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন হলি আরবান প্রপার্টি লিমিটেড এন্ড সিলেট হেলথ ডেভলাপমেন্ট এডুকেশন ট্রাষ্ট এর ম্যানেজিং ডাইরেক্টর মাওলানা দিলওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. কামরুল ইসলাম।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. নুরুল ইসলাম রূপন এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মওদুদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. মকসুদুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহিন আহমদ, সহ-সভাপতি রাহীম ইসলাম মিছলু, মো. ইয়াছিন আলী, মোশাররফ হোসেন চৌধুরী মিশু।

আরো উপস্থিত ছিলেন মো. অলিউর রহমান মাছুম, শেখ জাবেদ আহমদ, মো. কুতুব উদ্দিন, মো. জাহিদুর রহমান, জাহিদ আহমদ, মো. মুরাদুজ্জামান চৌধুরী, আছমাউল হাসনা খান, মো. শামসুল হক, মো. শহিদুল ইসলাম, ফাহিম আহমদ, রাহাত খান, মো. হামিদুল হক, আব্দুল মোমিন, সালেহ আহমদ, আজমল আহমদ রোমন, মো. ইব্রাহীম আলী অপু, আব্দুস শহীদ, জুনেদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিলওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহফুজুর রহমান বলেন, মাহে রমজানের ত্যাগের মহীমায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। তিনি সিলেট ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

scroll to top