সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল কোম্পানীগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল বলেন,পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখশান্তি ও সমৃদ্ধি।
তিনি তার শুভেচ্ছা বার্তায় আর বলেন-দিন সবার যেমনি হোক ঠিকই কেটে যায়, শুধু পুরোনো যে সব স্মৃতি আছে সেই সব মাঝে মধ্যে নাড়া দিয়ে যায়। নতুন বছরে তাই পুরোনো সকল যাতনা যাও ভুলে। নতুন বছরকে সাদর জানাও মিষ্টি মুখে মিষ্টি হাসি দিয়ে।
নতুন আশা নতুন সময় নতুন ভাবনা নতুন বিষয়, নতুন বছর কাটুক সবার হর্ষে সকলকে শুভকামনা জানায় শুভ নববর্ষে।
পুরোনো সব বিবাদ ভুলে দুঃখ যন্ত্রনা ও হতাশা কাটিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নতুন ভাবে শুরু হোক পথ চলা। নতুন স্বপ্ন নতুন গান নতুন আশা নতুন প্রাণ। নতুন সকাল নতুন আলো সবার নববর্ষ কাটুক ভালো।
Post Views:
২৪০