পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ বিশ্ববাসীকে ঈদ শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন।
শুক্রবার (২৯ এপ্রিল) ২০২২ ইং এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসী সহ বিশ্বের সকল মুসলিমদের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন।
বিএনপির এ নেতা বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামে-গঞ্জে, সারা বাংলা সহ বিশ্বের সকল মানব জাতির মনে।
পবিত্র এ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মী সহ বাংলাদেশের সবার ঘরে ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা এই কামনা করে সবাইকে ‘ঈদ মোবারক’।