সম্মানিত নগরিকবৃন্দ, ভোটার, সর্বস্তরের দলীয় নেতা কর্মি সমর্থক, অন্যান রাজনৈতিক দল, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ইদ শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী। ঈদ মোবারক
বিশেষ করে সুনামগঞ্জ ২ আসন দিরাই-শাল্লার গনমাণুষের সূখ শান্তি ও সমৃদ্ধি কামবা করেছেন বিএনপির এই নেতা।
দেশব্যাপী সরকারের গুম খুন হামলা মামলা নির্যাতনের শিকার পরিবার গুলো যন্ত্রনা নিয়েই ঈদে সমাগত হবে। লুটপাট দুর্নিতী দুঃশাসনে মানুষ পরিবর্তনের প্রহর নিয়ে ঈদ উদযাপন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ঈদউপহার দিয়ে সমবেদনা জানানোর চেষ্টা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখনও সরকার গৃহবন্দী করে রেখেছে। লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই ভোটাধিকার মানবাধিকার গনতন্ত্র পূনঃউদ্বার করতে হবে। তাই এবারের ঈদ অঙ্গীকার হউক ফ্যাসিষ্ট আওয়ামী শাসকগোষ্ঠীর পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার।