বিগত দিনের আন্দোলন সংগ্রামে পুলিশের নির্যাতনে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছে সিলেট জেলা যুবদল ।
শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় নির্যাতিত পঙ্গু জুবায়ের আহমদের বাড়ীতে গিয়ে তার স্বজনদের হাতে ঈদ উপহার পৌঁছে দেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদস্য সচিব মকসুদ আহমদ, সদস্য লিটন আহমদ। এসময় পরিবারের সবাইকে শান্তনা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি নেতা তারেক আহমদ খান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেল, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী, যুগ্ম আহ্বায়ক সুহেল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য বাবুল মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন যুবদল নেতা চুনু মিয়া প্রমুখ।
ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে। আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে দেশব্যাপী আমাদের হাজার হাজার নেতাকর্মী পুলিশী নির্যাতনে পঙ্গুত্ব বরণ, খুন, গুম হত্যা ও কারান্তরীন হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান শহীদ ও মজলুম নেতাকর্মীদের ভুলে যান নি। ঈদের উপহার পৌঁছে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমরা জুবায়ের আহমদের পিতা আজাদ মেম্বারের হাতে ঈদ উপহার পৌছে দেই।