নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক অধিকার আদায় ও মান উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত সাংবাদিক কল্যাণ সংস্থা ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর জাতীয় আইন সহায়তা ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৯ এপ্রিল (শনিবার) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোমান আব্দুল্লাহ ও মহাসচিব ইন্ড্রাঃ ইঞ্জিনিয়ার মামুন হাওলাদার এর স্বাক্ষরে অনুমোদিত হয়েছে।
কমিটির ইউনিট প্রধান নির্বাচিত হয়েছেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও ইউনিট উপ প্রধান নির্বাচিত হয়েছেন খুলনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ রায়হান আলী।
এসময় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, জামালপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মুনিরুল হক নোবেল, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাবিনা আক্তার, নেত্রকোনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম।
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর নির্বাহী পরিষদের তত্বাবধানে কেন্দ্রীয় ৬ (ছয়) টি ইউনিট কমিটি দ্বারা সমগ্র দেশে কার্যক্রম পরিচালনা করা হয়।
একে একে প্রতিটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে। ইউনিট কমিগুলো – (১) জাতীয় আইন সহায়তা ইউনিট, (২) জাতীয় রক্তদান ইউনিট, (৩) জাতীয় অধিকার ও সহায়তা ইউনিট, (৪) জাতীয় প্রশিক্ষণ ইউনিট, (৫) জাতীয় প্রচার ও প্রকাশনা ইউনিট, (৬) জাতীয় ছাত্র, যুব অধিকার ও সহায়তা ইউনিট।