ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ডিআইজি হলেন চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিতোষ ঘোষ

IMG-20220517-WA0066.jpg

শ‌হিদুল ইসলাম, সিলেট

ডিআইজি হলেন সিলেট মেট্টােপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতােষ ঘােষ।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৮ ও ২০তম বিসিএস’র যে ৩২ জন অতিরিক্ত ডিআইজির পদােন্নতি হয়েছে তার অষ্টম তালিকায় পরিতােষ ঘােষের নাম রয়েছে।
পরিতােষ ঘােষ ১৯৭০ সালের ১ অক্টােবর চট্টগ্রাম জেলার রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসএ উত্তীর্ণর পর তিনি বান্দরবান, নওগাঁ জেলা ও সিলেট্-১০ এপিবিএন’র এএসপি, ঢাকা ট্রাফিক ট্রেনিং স্কুলের সুপারিন্টেনডেন্ট, রংপুর, বরিশাল ও লক্ষীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তি সময়ে এডিশনাল ডিআইজি হিসেবে পদােন্নতি পাওয়ার পর তিনি সিলেট মেট্টােপলিটন পুলিশে যােগ দেন। আর এখান থেকেই গত বুধবার পরিতােষ ঘােষ ডিআইজি পদে পদােন্নতি লাভ করেন।
পরিতােষ ঘােষের পদােন্নতিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top