আকস্মিক বন্যায় সিলেটসহ তৎপার্শ্ববর্তী এলাকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সরকারের ত্রাণ তৎপরতায় গাফিলতি ও দায়িত্বহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বন্যার্তদের সাহায্যার্থে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদদের এগিয়ে আসার দাবী জানান তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, পুরো সিলেট জেলা জুড়ে বন্যায় বন্দী হাজার হাজার মানুষ। এমন কঠিন সময়ে সরকারী ত্রান তৎপরতায় গাফিলতি ও দ্বায়িত্বহীনতার বন্যার্তদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। অবিলম্বে বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ প্রেরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সাধ্যমত ত্রাণ নিয়ে স্ব স্ব এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। খুব দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপি বন্যাদূর্গদের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে সিলেট জেলা বিএনপির আহ্বান
