সিলেট দিগন্ত নিউজ;; বন্যায় সিলেট জেলার বিভিন্ন উপজেলায় পানি বন্দী হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সরকারের ত্রাণ তৎপরতায় গাফিলতি ও দায়িত্বহীনতা গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করেছে সিলেট জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, পুরো সিলেট জেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লা জুড়ে বন্যায় বন্দী হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সরকারী ত্রানের তৎপরতা এখনো চোখে পড়ার মতো নয়। পাশাপাশি সরকারের গাফিলতি ও দ্বায়িত্বহীনতার বন্যার্তদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। অবিলম্বে বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ প্রেরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
এছাড়া নেতৃবৃন্দ সিলেট জেলা যুদলের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভার দায়িত্বশীল যুবদল নেতৃবৃন্দকে বন্যার্তদের সাহায্যার্থে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি