দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ থাকা সত্বেও ‘জালিয়াতির মাধ্যমে’ নতুন কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হকসহ কমিটির ৫ জন সদস্য সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তারা জালিয়াতির মাধ্যমে গঠিত এই কমিটি গঠন সংক্রান্ত স্মারকপত্রের কার্যকারিতা স্থগিত করার এবং জালিয়াতির সাথে জড়িত বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, বর্তমান কমিটির মেয়াদ থাকার পরও কমিটির সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম কমিটিকে কোন কিছুই না জানিয়ে মো. দিলাওয়ার আলী খানকে সভাপতি করে ১২ সদস্যর একটি কমিটি গঠন করেন। বর্তমান ম্যানেজিং কমিটি লোকমুখে জানতে পেরে সিলেট শিক্ষা বোর্ডে যোগাযোগ করে এর সত্যতা পায়। এঘটনায় বর্তমান কমিটির সভাপতি ও সদস্যরা ‘অবৈধ কমিটি’র শিক্ষক প্রতিনিধিদের নিকট জানতে চাইলে তারা এসবের সাথে জড়িত নয় এবং তাদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে জানান। পরে বর্তমান কমিটির সভাপতি পীর ফয়জুল হকসহ ৫জন সদস্য জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের জাল-জালিয়াতির বিষয়টি তদন্ত সাপেক্ষে তাকে অবিলম্বে বরখাস্ত করা এবং ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সিলেট শিক্ষা বোর্ডের স্মারকপত্রের কার্যকারিতা স্থগিত করার আবেদন জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় দৈনিক সিলেটের ডাক-কে বলেন, রেজুলেশনের বিষয়ে ম্যানেজিং কমিটির সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলতে পারবেন। রেজুলেশনে কারো স্বাক্ষর জাল করা হলে বিষয়টি তদন্ত করে দেখা যেতে পারে। রেজুলেশন দেখে তা অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডে প্রেরণ করা হয়। সিলেট জেলা শিক্ষা অফিসার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে শিক্ষা বোর্ড। এটি বাতিল বা স্থগিত করাও বোর্ড কর্তৃপক্ষের এখতিয়ার। অভিযোগের বিষয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের মতামত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।