বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে পানি বন্দি মানুষের খাদ্য সামগ্রী উপরহার হিসাবে বিতরণ করা হয়। গতকাল ২৬ জুন ২০২২ইং দুপুরে বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন (সিলেট বিভাগ শাখা) এর পক্ষ হতে এই খাবার বিতরণ শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর, সিনিয়র সহ সভাপতি সোলেমান হোসেন চুন্নু, সহ সভাপতি মুরাদুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল্লাহ আল-হেলাল, সহ সাংগঠনিক তারেক চৌধুরী, সেলিম মিয়া, শরীফ গাজি, ফিরোজ মৃদা ,সীমা আক্তার প্রমূখ। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মুনির হোসেন এর সার্বক্ষণিক সহযোগিতা ও উপস্থিতে খাবার বিতরণ কাজ সম্পন্ন করা হয়।