ঢাকা,৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার সিকন্দরপুর ও রাউৎকান্দি গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

received_1086402461980613.jpeg

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সিকন্দরপুর ও রাউৎকান্দি গ্রামের পানিবন্দী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন হাজারী বাড়ীর কৃতি সন্তান, তরুণ সমাজসেবক, ফ্রান্স প্রবাসী রাফি খলিল উদ্দিন ও তার সহধর্মিনী ফারজানা জামান।
খাবার বিতরণে সহযোগিতা করেন আহবাব হোসেন বাচ্চু, শাফি আহমদ, সাকিব হাজারী, রাহি জামান, নেছার আলী, ওয়েছ মিয়া সহ গ্রামে যুব সমাজ।
ভয়াবহ এই বন্যার সময় পানিবন্দী অসহায় গরীব ২০০ পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে গরবী মানুষগুলো খুবই খুশি হয়েছেন।
রাফি খলিল উদ্দিন বলেন, তার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ২/ ৩ দিন ৯নং ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর সহ আশাপাশের গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। তিনি সবাই কাছে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

scroll to top